সৌদি আরবে আজকের আ’ক্রান্ত স্থান গুলোর নাম সহ সংখ্যা প্রকাশ

দিনের পর দিন সৌদি আরবে বাড়ছে করোনা প্রাদুর্ভাব। সৌদি আরব সরকার কারফিউ ঘোষণা করেছে পুরো সৌদি আরব। এদিকে স্বাস্থ্য বিভাগ করোনা আ’ক্রান্তের শনাক্তকরণ করছে, সৌদি স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী নীচে বর্ণিত আছে। সৌদিতে আজকে নতুন করে আরো ১০৮৮ জনের শরীরে করোনা ভাইরাস সনা’ক্ত করেছে সৌদি স্বাস্থ্য বিভাগ।
এবং নিহত হয়েছে আরো ৫ জন। মোট আ’ক্রান্তের ৮২% নন সৌদি। মোট আ’ক্রান্তের মধ্যে ৯৭ জনের অবস্থা গুরুতর । যে সকল স্থানে আজকে আ’ক্রান্ত হয়েছে নিম্নে এলাকার নাম সহ সংখ্যা প্রকাশ করা হলো:
মক্কা ২৫১, জেদ্দা ২১০ দম্মাম ১৯৪, মদিনা ১৭৭ আল-হাফুফ ১২৩, রিয়াদ ৮৫ আল-জুলফি ৯, তায়েফ ৭ ইয়ানবু ৬ , আল-দাহরান ৪ হায়েল ৪, রাস তানুরা ৩ আনিজা ৩, আল-জোবাইল ৩ তাবুক ২ , রাবেগ ২ আল-বাহা, মোহাইল আসির, আল-খারাজ আল-আইছ এবং বেইশ একজন করে সনা’ক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
সৌদিতে আজকে নতুন করে আরো ১০৮৮ জনের শরীরে করোনা ভাইরাস সনা’ক্ত করেছে সৌদি স্বাস্থ্য বিভাগ। এবং নিহত হয়েছে আরো ৫ জন। মোট আ’ক্রান্তের ৮২% নন সৌদি। মোট আ’ক্রান্তের মধ্যে ৯৭ জনের অবস্থা গুরুতর ।