ফেসবুকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি বার্তা পৌঁছে দিলেন আরাফাত

‘সক্রিয় ও স্বাধীনভাবে দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের দুর্নীতিকে প্রতিহত করতে নিরলস পরিশ্রম করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্তাব্যক্তিরা। আমাদের সমাজ বাস্তবতায় দুর্নীতির মূলোৎপাটন করা সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়।’
‘যেকোনো রাজনৈতিক দলের দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিয়ে এ দুর্নীতি দমন কমিশন বহু চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। সুশাসনের প্রতি বর্তমান শেখ হাসিনা সরকারের সদিচ্ছার কারণেই মূলত দুর্নীতি দমন কমিশন দক্ষতার সাথে এবং স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে।’
আরাফাতবুধবার( ২৮ ফেব্রুয়ারি) সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নিজের ফেসবুক পেইজে বর্তমান সরকারের এ অবদানের কথা তুলে ধরলেও এবার প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি বার্তা নিয়ে হাজির হলেন তিনি।
একটু আগে তিনি প্রধানমন্ত্রীর এ বার্তা শেয়ার করতে গিয়ে ফেসবুক পেইজে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা চাই দেশ এগিয়ে যাক, উন্নত হোক। আমরা চাই না দেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলুক। কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে। অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধে যুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না। সন্ত্রাস-জঙ্গীবাদ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।’’