সকল প্রবাসী ভাইদের প্রতি বিশেষ সতর্কতা- পড়ুন – শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের সতর্ক করুন !

নিচের ঘটনাটি বাহরাইনের । দেশ থেকে মালামাল আনতে, সবাইকে বিশেষভাবে সতর্ক হতে হবে ।
….
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন কারাগারে বাংলাদেশী কারাবন্দীদের সাথে সাক্ষাৎ করে থাকেন। গত সপ্তাহে বিভিন্ন কারাগার পরিদর্শন করে প্রায় চারশত বাংলাদেশী কারাবন্দীদের সাথে সাক্ষাৎ করা হয়। উক্ত কারাবন্দীদের মধ্যে প্রায় দুইশত কারাবন্দিরা সাজাপ্রাপ্ত এবং একশত কারাবন্দী বিচারপ্রক্রিয়াধীন আছেন। আর বাকি সবাই ভিসা সংক্রান্ত বিষয়ের কারণে আটক আছেন। সাজাপ্রাপ্ত এবং বিচারপ্রক্রিয়াধীন কারাবন্দীদের মধ্যে প্রায় ৭০ ভাগ কারাবন্দী আছেন ইয়াবা, গাঁজা এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদি সংক্রান্ত মামলার সাথে জড়িত।
ইয়াবা এবং গাঁজা বিক্রয় ও দেশে থেকে নিয়ে আসার পথে বাহরাইন এয়ারপোর্টে জারা ধরা পরেছেন তাদের সাজা হয়েছে কার ১০ বৎসর, কারো ১৫ বৎসর, কারোবা ২০ বৎসর। এর মধ্যে কিছু লোক আছেন জারা এসব বিষয়ে কিছুই জানতেন না। বাহরাইন আসার পথে ঢাকা এয়ারপোর্টে তাদেরকে কিছু অপরিচিত লোক আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে তাদের কাছে কিছু জিনিসপত্র দিয়েছিলেন যার মধ্যে গাঁজা এবং ইয়াবা ছিল অথচ এসব বিষয়ে ভুক্তভোগীরা কোন ধারনা করতে পারেননি। বাংলাদেশীদের নাগরিকগণকে এ মর্মে সতর্ক করা হচ্ছে যে, কোন ভ্রমণকারী যেন অপরিচিত কোন লোকের জিনিসপত্র গ্রহন না করেন এবং সাথে বহন না করেন।